কঠোর লকডাউনের ৩য় দিন: জুড়ীতে ১টি মামলায় ১ জনকে জরিমানা

কঠোর লকডাউনের ৩য় দিন: জুড়ীতে ১টি মামলায় ১ জনকে জরিমানা


স্টাফ রিপোর্টার::

কঠোর লকডাউনের তৃতীয় দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১ টি মামলায় ১ জনকে জরিমানা করা হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সোনিয়া সুলতানা।

সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী ১টি মামলায় ০১ জনকে ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্তর, পোস্ট অফিস রোডের বিজিবি ক্যাম্প, কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজার এবং নয়াবাজারসহ এর আশে-পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর জুড়ীতে দায়িত্বরত ক্যাপ্টেন রিয়াদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও জুড়ী থানা পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান পরিচালনাকালে জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট সমুহ বন্ধ করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা জানান, সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ সঠিকভাবেই কার্যকর করা হচ্ছে। জরুরী প্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের উদ্বুদ্ধ করা হচ্ছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে।

জুড়ীর সময়/ডেস্ক/এম