কঠোর লকডাউনের প্রথম দিনে জুড়ীতে প্রশাসনের তৎপরতা

 

কঠোর লকডাউনের প্রথম দিনে জুড়ীতে প্রশাসনের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক::

লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার (২৩ জুলাই) করোনাভাইরাস সংক্রমণ জনিত বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও  আইনশৃঙ্খলা বাহিনী উপজেলার পক্ষ থেকে  বিভিন্ন স্থানে টহল জোরদার করতে দেখা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ও লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা কর্তৃক জুড়ী উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্তর, পোস্ট অফিস রোড, বিজিবি ক্যাম্প, কামিনীগন্জ বাজার ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানকালে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযাননিক  দলকে সহায়তা করে।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, লকডাউন এর প্রথম দিনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ও লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে আছি।

জুড়ীরসময়/ডেস্ক/এস