ঈদ মানে আনন্দ
-মোঃ জাবেদ আহমদ
ঈদ মানে আনন্দ
ঈদ মানে হাঁসি,
তাইতো সবাই মিলে মিশে এইদিনকে ভালোবাসি।
ধনী-গরিব ভেদাভেদ
থাকবেনা কো ভাই,
সবাই মিলে এক সাথে
ঈদ করতে চাই ।
কেউ খায় কেউ চায়
এই যেন না হয় ভাই,
সবাই মিলে এক সাথে
দেশ গড়িতে চাই।
লেখকঃ বাংলাদেশ স্কাউট
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়