করোনা: জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে জরিমানা

করোনা: জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে জরিমানা -/. #জুড়িরসময়_bangladesh, #জুড়িরসময় #জুড়ির_সময়_english, #জুড়ির_সময়_epaper, #জুড়ির_সময়_facebook, #জুড়ির_সময়_hd, #জুড়ির_সময়_live, #জুড়ির_সময়_news, #জুড়ির_সময়_online, #জুড়ির_সময়_tv_live, #জুড়ির_সময়_twitter, #জুড়ির_সময়_wikipedia, #জুড়ির_সময়_youtube, #জুড়ির_সময়_টিভি, #জুড়ীর_সময়_bangladesh, #জুড়ীরসময় #জুড়ীর_সময়_english, #জুড়ীর_সময়_epaper, #জুড়ীর_সময়_facebook, #জুড়ীর_সময়_online, #জুড়ীর_সময়_tv, #জুড়ীর_সময়_নিউজ, #জুড়ীর_সময়_সংবাদ, #jurirsomoy, #jurir_somoy_bangla, #jurir_somoy_english, #jurir_somoy_epaper, #jurir_somoy_facebook, #jurir_somoy_fb, #jurir_somoy_kobita, #jurir_somoy_website, #jurir_somoy_wikipedia, #jurir_somoy_youtube, #jurir_shomoy, #jurirsomoy_app, #jurirsomoy_bangla, #jurirsomoy_english,


নিজস্ব প্রতিবেদক:: 

জুড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানার আওতায় আনা হচ্ছে। 

সোমবার ( ২৮ জুন ) টানা ৩য় দিনের মত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা উপজেলার চৌমুহনীতে বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করে সংক্রমন প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৫ এর ২ ধারা অনুযায়ী ১২ টি মামলায় ১ হাজার ৬ শত টাকা জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান একই আইনের আওতায় ১০ জনকে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় জরিমানার পাশাপাশি জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। 

✶ আরও পড়ুন:- জুড়ী শিশুপার্কে ময়লা আবর্জনার ভাগাড়!

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, জুড়ীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। সোমবার ( ২৮ জুন ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সর্বশেষ তথ্য অনুসারে নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছে। 

জুড়ীরসময়/ডেস্ক/এস