আবারো রিকশা চালককে পেটানোর অভিযোগ সেই মানিক মিয়া বিরুদ্ধে


 

নিজস্ব প্রতিবেদক: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক রিক্সাচালককে আবারো পেটানোর অভিযোগ উঠেছে সেই মানিক মিয়া নামে।

গত ০৪ মার্চ রাতে জুড়ী বাজার থেকে এক অসহায় রিকশা চালককে মারধরের অভিযোগ তাকে গ্রেফতার করেছিলন জুড়ী থানা পুলিশ। তিন মাসের মাথায় আবারো রিকশার ড্রাইভার কে পিটিয়ে আলোচনায় আসলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আলফাজ আলীর ছেলে মানিক মিয়া (৩২)। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ১২ জুন ) বিকেল ৫ টার সময় জুড়ী থেকে রিক্সার যাত্রী নিয়ে 

বেলাগাঁও গ্রামে যাচ্ছিলেন একই গ্রামের কন্টিনালার খোকন মিয়া (২৮)। বেলাগাঁও পূর্বপাড়ের কন্টিনালায় কাঁচা রাস্তায় প্রবেশ করার সময় অভিযুক্ত মানিক মিয়া রিকশা চালককের কাছে ২০০ টাকা চাঁদা দাবি। তাদের দাবির পাশাপাশি বলে টাকা না দিলে এই রাস্তায় রিকশা চালানো যাবে না। তখন রিকশা ড্রাইভার তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে মানিক মিয়া তাকে চড় থাপ্পড় লাথি মারতে থাকে। একপর্যায়ে মানুষজন এগিয়ে আসলে মানিক মিয়ার ড্রাইভারকে রাস্তায় ফেলে চলে যায়। তারপর আহত অবস্থায় ড্রাইভার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে রাতে খোকন মিয়া থানায় উপস্থিত হয় অভিযুক্ত মানিক মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। 

আবারো রিকশা চালককে পেটালেন সেই মানিক মিয়া
অভিযোগকারী খোকন মিয়া বলেন, টাকা না দিলে বেলাগাঁও পূর্ব পাড়ের রাস্তায় রিকশা চালাতে নিষেধ করেছেন মানিক মিয়া। আজ চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করে। মারধরের পাশাপাশি আমাকে হুমকি দিয়ে জুড়ী থেকে চলে যাওয়ার কথা বলে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জুড়ীরসময়/ডেস্ক/এস