জুড়ীতে রিকশা চালককে পেটানোর দায়ে যুবক গ্রেপ্তার

#জুড়ির_সময়_bangladesh, #জুড়ির_সময়_bd, #জুড়ির_সময়_english, #জুড়ির_সময়_epaper, #জুড়ির_সময়_facebook, #জুড়ির_সময়_hd, #জুড়ির_সময়_live, #জুড়ির_সময়_news, #জুড়ির_সময়_online, #জুড়ির_সময়_tv_live, #জুড়ির_সময়_twitter, #জুড়ির_সময়_wikipedia, #জুড়ির_সময়_youtube, #জুড়ির_সময়_টিভি, #জুড়ীর_সময়_bangladesh, #জুড়ীর_সময়_bd, #জুড়ীর_সময়_english, #জুড়ীর_সময়_epaper, #জুড়ীর_সময়_facebook, #জুড়ীর_সময়_online, #জুড়ীর_সময়_tv, #জুড়ীর_সময়_নিউজ, #জুড়ীর_সময়_সংবাদ, #jorer_somoy, #jurir_somoy_bangla, #jurir_somoy_english, #jurir_somoy_epaper, #jurir_somoy_facebook, #jurir_somoy_fb, #jurir_somoy_kobita, #jurir_somoy_website, #jurir_somoy_wikipedia, #jurir_somoy_youtube, #jurir_shomoy, #jurirsomoy_app, #jurirsomoy_bangla, #jurirsomoy_english,

নিজস্ব প্রতিনিধি::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক অসহায় রিক্সাচালককে পেটানোর দায়ে মানিক মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে জুড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আলফাজ আলীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রিক্সাচালক সফিককে বিদেশে নেয়ার কথা বলে রোজিনা বেগম নামের এক মহিলা দুই লক্ষ টাকা নেন। টাকা নেয়ার পর বিভিন্ন তাল-বাহানা দেখিয়ে সময়ক্ষেপন করতে থাকেন তিনি। টাকার জন্য চাপ দেয়ায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে রোজিনা বেগমের চাচাতো ভাই মানিক ও তার ভাই আলমগীর রিক্সাচালক সফিককে ঘর থেকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে কন্টিনালা এলাকায় এলোপাতাড়ি মারধর করে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরদিন তার শারীরিক অবস্থার  অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন সফিককে মারধর করার পাশাপাশি তার মা ও স্ত্রীর ওপর হামলা করে দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

পরে এ ঘটনায় রিক্সাচালক সফিক বৃহস্পতিবার (০৪ মার্চ) জুড়ী থানায় তিনজনকে আসামী করে একটি মামলা (মামলা নং-০২) দায়ের করলে পুলিশ প্রধান আসামী মানিককে গ্রেফতার করে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জুড়ীরসময়কে জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমরা সাথে সাথেই আসামীকে গ্রেফতার করেছি।

জুড়ীরসময়/এমই/এস