কবিতা: ফিলিস্তিন

 ফিলিস্তিন

আশিকুর রহমান ইমাদ


আইনা উমর!
আইনা সালাহ উদ্দিন
কোথায় উমর!
কোথায় সালাহ উদ্দিন!

তোমাদের দিকে তাকিয়ে আছে মুমিন
মুসলমানদের  আজ বড়ই দুর্দিন
তোমাদেরই বিজয়কৃত ফিলিস্তিন
আজ কাঁদছে 

ইহুদিদের নেই কোন মানবতা
প্রতিনিয়ত করে যাচ্ছে মুসলিম হত্যা
আজ যেন, নিজের বাড়িতেই নিজের হচ্ছে না ঠাই
মোরা আসমানী সাহায্য চাই।

আজ বিশ্বের চারিদিকে
মুমিন মরছে ধুকে
আর আমরা মেতে আছি
হাত বাধবো কোথায়
নাভীর নিচে নাকি বুকে।

ওহে ভূলে গেলে চলবে না
মুসলিম মোরা ভাই ভাই
চলো চলো আজ ফিলিস্তিন যাই
সব টুকু ভালোবাসা ফিলিস্তিনে পাঠাই।