জুড়ীতে অগ্নিকাণ্ড: সিলিন্ডার বিস্ফোরণে প্রকম্পিত পুরো এলাকা

স্টাফ রিপোর্টার::

জুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় মুহুর্মুহু শব্দে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের বিকট আওয়াজে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রোববার রাতে ৯ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নাইট চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় মুজাহিদুল ইসলাম জয়দুল জানান, আগুন লাগার পরপরই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। বিকট বিকট শব্দে প্রায় ২০ থেকে ২৫ টির মতো সিলিন্ডার বিস্ফোরণ হয়ে উড়ে উড়ে গিয়ে পড়ে। এসময় মানুষজন আতংকিত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জুড়ীরসময়কে নিশ্চিত করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচক আব্দুল্লাহ হারুন পাশা

আগুন নেভাতে কাজ করে কুলাউড়া, বড়লেখা, রাজনগরের ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

জানা যায়, জুুুুড়ী চৌমুহনীর করিম আলী নামের বস্তার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আর এন এন্টারপ্রাইজের দুটি দোকানসহ পাশের আরও ৪/৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও হাজ্বী নুর জলিল ভিলার ৬ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, এখানে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন সাথে সাথে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারন বলা যাচ্ছে না।

জুড়ীরসময়/ডেস্ক/এস