কবিতা: উন্মাদ

 উন্মাদ 

-অন্তনীল তোফায়েল 

আমি উন্মাদ,আমি ঝঞ্ঝাট,

আমি নিদ্রাহীন 

আমার চোখে-মুখে মারিজুয়ানার প্রলয়,

আমি ক্ষুধাতুর,

আমি রাষ্ট্র,আমি নাগরিক-

আমি কালজীর্ণ ভাঙ্গা কাটের কফিন।


আমি আমার লাশের পাশে লাঠিয়াল 

আমি উচ্ছ্বাসে ফেটে পড়া দলবাজ,

আমি বেকুল কণ্ঠস্বরে আকুল মিনতি

আমি নির্যাতিত বন্দি শিবিরের ক্ষমতাসীন আতঙ্কবাদী। 


আমি লোলুপ দৃষ্টির শকুন,

আমি বুদ্ধিবিমুখ,

আমি দেশ লুপাটের সন্ধায় প্রণয়ে পঞ্চমুখ।

আমি সৈনিক-আমি দেশ প্রেমিক।

আমি ভণ্ড, আমি মোনাফেক

আমি রক্ষক, আমি ভক্ষক, আমি নাগরিক।


আমি পরাধীনতার সুতোয় বাঁধা ঘুড়ি-

আমি পিঞ্জিরার ঘুঘু 

আমি আমার পায়ে বেঁধেছি শেকল

আমি চাকুরী নামায় সাক্ষর শেষে বিবেক করেছি বিকল।

আমি দিক বিজয়ী নাবিক-

আমি নরাধম, আমি নাগরিক, আমি নকল।

জুড়ীরসময়/ডেস্ক/এস