জুড়ীতে অগ্নিকাণ্ড: ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার::

জুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে।

রোববার রাতে ৯ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নাইট চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জুড়ীরসময়কে নিশ্চিত করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। কুলাউড়া, বড়লেখা, রাজনগর।

জানা যায়, জুুুুড়ী চৌমুহনীর করিম আলী নামের বস্তার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আর এন এন্টারপ্রাইজের দুটি দোকানসহ পাশের আরও ৪/৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও হাজ্বী নুর জলিল ভিলার ৬ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি বস্তুার দোকান থেকে আগুনের সূত্রপাত। 

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, এখানে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন সাথে সাথে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারন বলা যাচ্ছে না।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সহ অন্যন্যরা।
জুড়ীরসময়/ডেস্ক/এস