জুড়ীতে টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা

 


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অপরাধে এমাদ খান নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

রোববার (২৩ মে) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী খান টিলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

জানা যায়, গোয়ালবাড়ি ইউনিয়নের খান টিলা এলাকায় অবাধে টিলা কাটা হচ্ছে, গোপন সূত্রের এমন খবরে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনরে ১৫ (১) ধারা মোতাবকে টিলা কর্তনকারী এমাদ খানকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। বর্ণিত অর্থ তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। অভিযান কালে জুড়ী থানার পুলিশ উপস্থিত ছিল। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, টিলা কাটার খবর পেলে যে কোনো সময় অভিযান পরিচালনা করা হইবে। জনসাধারণ যাতে কেউ বেআইনিভাবে টিলা না কাটে এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। 

জুড়ীরসময়/এমএল/এস