অন্য ভাষার চর্চা আভিজাত্যের প্রকাশ হতে পারেনা - আল-ইমরান রুহুল ইসলাম


বিশেষ প্রতিবেদক::

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেছেন, পবিত্র কোরআন শরীফ নাজিল হওয়ার পর বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ নিজস্ব ভাষায় কোরআন পড়ত। সারা বিশ্বের মানুষ একই ভাষায় যাতে কোরআন পড়তে পারে সে জন্য সাহাবায়ে ক্বেরামগণ আরবী ভাষায় সেটি সংকলন করেন। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশে মানুষ স্ব স্ব ভাষায় কোরআন চর্চা করেন। বাংলা ভাষায় কোরআন পড়তে নিষেধ নেই। উর্দু, ফার্সি ভাষার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই।

তবে ওই ভাষার কবি-সাহিত্যিকরা তাদের ভাষায় ধর্ম বিষয়ে কবিতা-সাহিত্য রচনা করেছেন। বাংলা ভাষায়ও ধর্ম বিষয়ে অসংখ্য রচনা হয়েছে এবং হচ্ছে। অনেক বক্তা বক্তব্যের মধ্যে ভুলশুদ্ধ ভাবে অন্য ভাষায় কয়েক কথা বলে নিজেকে মহা জান্তা হিসেবে প্রকাশ করেন। অন্য ভাষার চর্চা আভিজাত্যের প্রকাশ হতে পারেনা। নিজস্ব ভাষা-সংস্কৃতিতে আত্তীকরণ করতে হবে। আমাদের দৃষ্টি শক্তিতে পরিবর্তন আনতে হবে।

তিনি রোববার দুপুর ২টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ রচিত তৃতীয় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান” এর মোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইউএনও বলেন, বই হচ্ছে আমাদের অন্যতম মৌলিক চাহিদা। সুস্থ মস্তিষ্কে ঠিকে থাকার জন্য বই দরকার। সভ্যতার জন্য বইয়ের বিকল্প নেই। সময়ের, সভ্যতার ও মানুষের চাহিদায় সাহিত্য চর্চা বৃদ্ধি পাচ্ছে। মাতৃভাষায় ভাষা চর্চাকে সমৃদ্ধ করতে হবে।

কবি এম. রাজু আহমেদ-এর প্রশংসা করে তিনি বলেন- সামাজিক অসংগতি ও মানবিক বিষয় কাব্যগ্রন্থ্যে উঠে এসেছে। কবি, সাংবাদিকের নিকট সচেতন জাতীয়তাবোধ প্রকাশ আশা করি। জ্ঞানচর্চার দরজা অবারিত হোক।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কবি ফোরামের নির্বাহী পরিচালক আজাদুর রহমান, সোনালী ব্যাংক, জুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার টাইমস সম্পাদক ডাঃ আব্দুল হান্নান, ফুলতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রওশন, জায়ফরনগর ইউপি সদস্য আব্দুল খালিক। এছাড়া সাংবাদিক শাহআলম, আলআমিন আহমদ, আশরাফ উদ্দিন, সালমান হোসেন প্রমুখ।

এদিকে একই সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর শহরে অবস্থিত কৈলাসহর প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ রচিত কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান” এর মোড়ক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক ধূর্জটি প্রসাদ দেব, সাবেক সম্পাদক বিশ্বজিৎ ভট্রাচার্য, সদস্য দেবাশীষ দত্ত প্রমুখ। সেখান থেকে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের মোড়ক উন্মোচন অনুষ্টানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কৈলাসহর প্রেস ক্লাবের সাবেক সম্পাদক প্রলয়েন্দু চৌধুরী।

জুড়ীরসময়/এমএএল/এস