কাঠগোলাপ তার বাহারী রঙের সাজে সবাইকে মুগ্ধ করে। অনেকের মনে প্রথম ভালবাসা হিসেবে স্থানও করে নিয়েছে এই ফুল। কাঠগোলাপ গাছে সারা বছর ফুল ফুটে। তবে গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে গাছ ফুলে ফুলে ছেয়ে যায় গাছ। অঞ্চলভেদে এ ফুল কাঠচাঁপা, গরুড়চাঁপা, গুলাচ, গুলাচিচাঁপা, গোলাইচ, গোলকচাপা, চালতাগোলাপ ইত্যাদি নামে পরিচিত। দেখতে দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির ওপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের। সেই কাঠগোলাপকে নিয়ে আজকের ফটো স্টোরি। ছবি তুলেছেন:- মো. সাইফুর রহমান সাকিব