ভূকশিমইল ইউপি নির্বাচনে হয় মনির মিয়া, না হয় মানিক মিয়া


স্টাফ রিপোর্টার::

চলতি বছরের মার্চে হতে পারে ইউপি নির্বাচন। এখনো নির্বাচনের তফশীল ঘোষণা করা হয় নি। তবে কুলাউড়ার ভূকশিমইল ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী তৎপরতা।

ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা-সমাবেশ অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন তারা।

ভূকশিমইল ইউনিয়নকে জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটি বলা হয়, গত ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এর প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বিএনপির প্রার্থী আজিজুর রহমান মনির এর কাছে হেরে যান। জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 


জানা যায়, ইউ পি নির্বাচনের বিএনপির মনোয়ন পেতে চান বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির। তবে এবার ঐক্যবদ্ধ হয়ে জয়ের মালা বরন করতে প্রস্তুত তৃণমুল বিএনপি। তবে মাঠ পর্যায়ে অনেকের সাথে কথা বলে জানা যায় বিএনপির প্রার্থী হতে পারেন ভূকশিমইল নবাবগঞ্জ বাজারের সাবেক সভাপতি, জামেয়া ইসলামিয়া ভূকশিমইল কওমী মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি মানিক মিয়া। 

অনেকেই বলছেন এই দুজনের মধ্যে যেই ধানের শীষ নিয়ে নির্বাচনে আসবেন ইউপি নির্বাচনে সেই বিজয়ের মালা পড়বেন।

তবে নির্বাচন ঘনিয়ে আসলে আরো প্রার্থীর অংশগ্রহণ বাড়তে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক সচেতন মহল।

জুড়ীরসময়/ডেস্ক