নাই!

 


-খালেদ মাসুদ::

গগন কালো,নাই আলো,

আকাশে মেঘ,বেড়েছে বায়ুর বেগ।

জনমনে ভয়,যদি ক্ষতি হয়,

বেড়েছে উদ্বেগ,বন্ধ আবেগ।


কি হবে এখন,কোথায় যাবে মন,

নাই উপায়, বৃষ্টি কখন যায়। 

চারিদিকে ছোটাছুটি, ভেঙেছে কতো গুটি,

কতো সৎ আয়,শান্তি কোথায় পায়।


চলছে তান্ডব, ভাঙা অবয়ব, 

মনে জিজ্ঞাসা,না কোনা আশা।

পূর্ব গগনে,মানব মননে,

শুধু সর্বনাশা,নাই ভালোবাসা। 


চলে যাক নাই,শান্তি গান গাই,

ছেড়ে দাও অস্ত্র,বিবস্ত্রে দাও বস্ত্র।

হাতে নেও বই,কলমও হাতে লই,

নাই হোক সব শস্ত্র।    


লেখক: শিক্ষার্থী

হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ