প্রস্তুতি নিন
-খালেদ মাসুদ
ক্রুসেডাররা থেমে নেই,
থেমে গেছে সুলায়মানরা।
আকসার কান্নায় আকাশভারি,
কাশ্মীরে দেখ খুনের ধারা।
নবী বিদ্রুপে করেছে আঘাত,
কোটি মুমিনের দিলে।
ক্রুসেডের দূর্গ ভাঙ্গতে আসবে,
হাজারও সালাউদ্দিন মিলে।
নবীর শান তো সবচেয়ে দামি,
কেনা যাবে না হাজারও দুনিয়া বিক্রি করে।
আব্দুল হামিদরা জড়ো হবে,
বালাতু শুহাদার তীরে।
ধৈর্যের তো বাদ থাকে না,
যখন নবীতে লাগে আঘাত।
ওমর মুখতার,বেরলভীরা আসছে,
তাড়াতে আফ্রিকার ডাকাত।
বাতাসে কানপাতো শোনো,
বাজছে জিহাদের রণবীণ।
বার্বারুসা আসছে আবার,
জিহাদের প্রস্তুতি নিন।
জুড়ীরসময়/ডেস্ক