জুড়ী থানার অফিসার ইনচার্জের কঠোর হুশিয়ারি!



ডেস্ক রিপোর্ট::

জুড়ী  উপজেলার যে কোনো স্থানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলা নিয়ে চায়ের দোকানে ভিড় ও জুয়ার আসর জমালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জুড়ী থানার  অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী।

জুড়ী থানার  অফিসার ইনচার্জ   বলেন, আইপিএল শুরু হওয়ার পর এক শ্রেনীর তরুন ও কিশোর খেলা দেখার নামে আইপিএল জুয়ায় জড়িয়ে পড়েছে। এমনকি খেলাকে কেন্দ্র করে মাদকসহ দূর্ঘটনার ঘটনাও ঘটেছে। এতে বেড়েছে পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলা। তাই সকল অভিভাবকদের সজাগ থাকার আহবান জানান তিনি।

ওসি আরো বলেন, সন্ধ্যার পর বিভিন্ন বাজারে টিভিতে আইপিএল দেখানো ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। আপনার সন্তানদের সন্ধ্যার পর বাসায় অবস্থান নিশ্চিত করুন, জুয়া ও নেশার কবল থেকে রক্ষা করুন। সমগ্র উপজেলাব্যাপী আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।

জুড়ীরসময়/ডেস্ক