বইকে ভালোবাসি
-জাবেদ আহমেদ
বই-ই আমার সকল সপ্ন
বই-ই আমার আশা,
নতুন সুখের বাসা।
বইকে নিয়ে গড়বো আমি
বই-ই আমার আপন,
বই-ই আমার পরম বন্দু
বইকে নিয়ে সপ্ন আমার
বইকে নিয়ে সুখে থাকবো
সারাটি জীবন।
বইকে ভালোবাসি।
কত রাশি রাশি,
তাইতো আমি এতো বেশি
ফুটিয়ে দিবে হাসি।
বইকে যদি একটু ভালোবাসি
বই আমাদের সবার মুখে,
থাকবো চির সুখে।
বই যদি সারা জীবন
ছরিয়ে থাকে বুকে,
বইকে নিয়ে সারা জীবন
লেখক:- শিক্ষার্থী
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।