জুড়ীতে ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

ঘরে বসেই পরীক্ষা দিচ্ছে জুড়ী মডেল একাডেমীর প্রধান শিক্ষকের ছেলে মেহরাবুল ইসলাম নিরব। 

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার জেলার জুড়ীতে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ক্লাসের পাশাপাশি পরীক্ষায়ও অংশ নিচ্ছে।

করোনা ভাইরাসের কারণে জনজীবন এর পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। দীর্ঘ পাঁচ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে  শিক্ষার্থীদের পড়ালেখার চরম ক্ষতি হচ্ছে।

শিক্ষার্থীদের লেখাপড়ার গতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে ঘরে বসে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না।যার কারণে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এরকম ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০ আগস্ট থেকে  ঘরে বসে সততা পরীক্ষা দিচ্ছে। পর্যায়ক্রমে সকল কিন্ডারগার্টেন স্কুলে এ ধরনের পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা আমরা করছি।

ঘরে বসে সততা পরীক্ষা দিচ্ছেন এমন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল মুনিম ইসলামিক একাডেমির প্রধান শিক্ষিকা ফাহিমা আক্তার ও জুড়ী মডেল একাডেমির সহকারি প্রধান শিক্ষক শফিক আহমেদ বলেন,আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্ন ও খাতা পাঠিয়ে দিয়েছি। মা-বাবার সহায়তায় শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আবার আমাদের কাছে খাতা পৌঁছে দেবেন।

জুড়ী উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন লিটন বলেন, শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ বলেন, ইতিমধ্যে দেশের সকল  শিক্ষার্থীরা যাতে ঘরে বসে লেখাপড়া করতে পারে সে জন্য সরকার সংসদ টিভির মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা ভাইরাসের এ মহামারীতে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ঘরে বসে শিক্ষার্থীদের সংসদ টিভি ও অনলাইনের মাধ্যমে ক্লাস করাচ্ছেন ও ঘরে বসে পরীক্ষা নিচ্ছেন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।


জুড়ীর সময়/ডেস্ক