কবিতাঃ "অলস এ মন"



"অলস এ মন"

-এইচ এম দেলওয়ার. 

'এই মণ অলস হয়ে 
ঝিমিয়ে পড়ে শয়ন গৃহে, বাতায়ান খুলে হাওয়ার জোরে গোধূলির আলো হাঁপিয়ে উঠে।

এক টুকরো স্বপ্ন হাতে না-ও বিশ্ব দোর দেখ চোখ খুলে
ভয় হয়, এ ঘুম যেন পেরিয়ে না যায়, জিবন- মরন আয়ুপথ।

লক্ষ্য পথ খুলে দাও 
চিন্তা পথে মন বাড়াও
কে পাঠালো তোমায় এই ভূ-খণ্ডে, সাধনার জগৎ কি তোমার!!

এই ক্ষণে, ভয় পেয়ে 
ভূলা যাবে না আপন কর্ম। সু-শিক্ষায় জিবন গড়ে,
ছড়িয়ে দাও জ্ঞানের আলো বহুদূর প্রান্তর।

সবার উপর মানুষ তুমি মর্যাদায় আশরাফুল মাখলুকাত, অলসতা ছেড়ে, মনের জোরে 
করে নাও আপন বিশ্ব দোর।


জুড়ীর সময়/ডেস্ক