কবিতাঃ চিরবিদায়


চিরবিদায়

  -এম.নাঈম চৌধুরী 

সদা হাস্যজ্জল প্রিয় সফিক ভাই
চলে গেছে পরপারে
শক্তিও সাহস ছিলো বলে সবাই
লাদেন বলতো তাঁরে।

কর্মে আলস্য ছিলো না-তো তাঁর
অগ্রে চলতো সদা
মৃত্যু সংবাদ শুনলেই হাজির
তুচ্ছ করে সব বাঁধা। 

দু'সহস্রাধিক কবর খননের 
অবিজ্ঞতা ছিলো তাঁর 
দৈনিক দু'তিনটি কবর তৈরির
ইতিহাস আছে যাঁর।

রাস্তাঘাটসহ সামাজিক কাজে
কোদাল চালাতেন নিজে
রোদে শুকিয়ে পানিতে ডুবে 
কিংবা বৃষ্টিতে ভিজে।

চৌধুরী বাড়ির গর্ব ছিলেন 
ছিলো সু-পরিচিতি
প্রভুর ডাকে চলে গেলেন 
টেনে জিবনের ইতি।

সবার জন্য দোয়া ছিলো সদা
ক্ষোভ ছিলো না তাঁর
এমন মানুষ চলে গেছে আজ
ফিরবে না কবু আর।

কী আর করার দোয়া করা ছাড়া
ক্ষমা করে দাও রব
পূণ্য আমল তাঁর কবুল করো
পাপ মোচন করো সব।

পরিশেষে বলি, জানাযা তার
আগামীকাল এগারোটায়
মুসলিম ভাইদের দাওয়াত করি
শরিক হবেন জানাযায়।


জুড়ীর সময়/ডেস্ক