কবিতাঃ "নিরব প্রতিবাদ"

কবিতাঃ "নিরব প্রতিবাদ" #জুড়িরসময়_bangladesh, #জুড়িরসময় #জুড়ির_সময়_english, #জুড়ির_সময়_epaper, #জুড়ির_সময়_facebook, #জুড়ির_সময়_hd, #জুড়ির_সময়_live, #জুড়ির_সময়_news, #জুড়ির_সময়_online, #জুড়ির_সময়_tv_live, #জুড়ির_সময়_twitter, #জুড়ির_সময়_wikipedia, #জুড়ির_সময়_youtube, #জুড়ির_সময়_টিভি, #জুড়ীর_সময়_bangladesh, #জুড়ীরসময় #জুড়ীর_সময়_english, #জুড়ীর_সময়_epaper, #জুড়ীর_সময়_facebook, #জুড়ীর_সময়_online, #জুড়ীর_সময়_tv, #জুড়ীর_সময়_নিউজ, #জুড়ীর_সময়_সংবাদ, #jurirsomoy, #jurir_somoy_bangla, #jurir_somoy_english, #jurir_somoy_epaper, #jurir_somoy_facebook, #jurir_somoy_fb, #jurir_somoy_kobita, #jurir_somoy_website, #jurir_somoy_wikipedia, #jurir_somoy_youtube, #jurir_shomoy, #jurirsomoy_app, #jurirsomoy_bangla, #jurirsomoy_english,

"নিরব প্রতিবাদ" 

-আতিকুর রহমান 

প্রতিবাদ হয় না রাজপথে আজ 
হয় না প্রতিরোধ উচ্চ আওয়াজ। 
নির্বাক দাঁড়িয়ে দেখছে সবাই 
যার হাতে খুটিটা তারই বড়াই। 

ইচ্ছামতো আজ চলছে যারা
মসনদ পেয়ে গেলে ঠেকাবে কারা। 
ব্যবহার করো আজ যত আছে শক্তি
কাছে টেনে নাও যারা করে নম-ভক্তি।

উপায় বের করো হতে হলে স্থায়ী 
যদিও জনতা মনে করে দায়ী। 
বন্ধু-শত্রু কারা চিনতে যে হবে
নাহয় দখল করে সব কিছু নিবে।

হাত ফসকে যদি পড়ি একবার
জনাতার শক্তি বাকি নেই জানার। 
সুযোগ পেলে ওরা করবে কি জানো
বাসস্থান করাবে ছাড়া সব হবে হারানো।

প্রতিরোধ-প্রতিবাদে চাইবে বিচার 
অতীত কর্মগুলো হবে সবদিকে প্রচার।
জাগরণ সৃষ্টি হবে রাজপথে হুংকার
সাধ্য হবে না রুখতে শক্তি জনতার।

জুড়ীর সময়/ডেস্ক