কবিতাঃ "স্বপ্ন পথ"


"স্বপ্ন পথ"
এইচ এম দেলওয়ার 

সূচনা'ই ছিলো যার
দুঃখে ভরা,
ভেবেছিল বালক 
কি হবে এ ক্ষণে!
চোখ বুঝে, হলো 
দুর্গম পথের পথিক। 
কত জন, কত শান শওকত 
স্বপ্নের মায়াজাল, 
মন বলে নিশীর 
এক চিলতে ' আলো।

পথ বেয়ে যায় বহুদূর 
ঝুনাক পাঞ্জর হস্তে।
একদিন বুঝি, পৌঁছে যাবে সহস্র বেড়াজাল ভেঙে 
আপন গন্তব্যে। 
থমকে দাঁড়ালো আজ
মাঝ গঙ্গায়, ক্লান্তি ঘেরা হস্তে আঁকা স্বপ্ন পথ।

জুড়ীর সময়/ডেস্ক