কবিতাঃ "মর্মপীড়া"


"মর্মপীড়া"
রায়হানুল ইসলাম

তোমার ভালো মন্দ দেখিবারে হায়,
এই জগতে নাই কেহ,
সকলেই যেন হায় নিজের তরী বায়,
লুপ্ত হয়েছে বলি প্রেম,ভালোবাসা,স্নেহ।

যাহা বলি তাহা করিনা হায়,
যাহা করি তাহা বলিনা;
সমাজের তরে আছে কিছু দায়,
জানি তব ধার ধারিনা।

সমাজ বলি বলি মুখে ফেনা তুলি হায়,
সামাজিকতা কোথাও নাহিরে,
সবাই স্বীয় স্বার্থ তাই হাসিল করিতে চায়,
সজ্জন সেতো আজ সমাজেরই বাহিরে।

মানবসেবা যেনো আজ টাইমলাইনে বন্দি,
এতো সব তোষামোদি, জোচ্চুরির ফন্দি;
অযোগ্যরাই যেনো আজ সবচেয়ে যোগ্য,
সততা আজ প্লেটে তোলা ক্ষমতাসীনের ভোগ্য।

লাইক কমেন্ট শেয়ারে;ছবি তোলার বাহারে,
ভবিতব্য হারিয়ে যাচ্ছে ভাবভঙ্গির প্রহারে,
বাহিরেতে ফিটফাট,চলছে তব লুটপাট,
মিথ্যা তব লাগামছাড়া সত্যের মুখে কপাট।

সঠিক কথা বলতে, সৎ পথে চলতে,
দুষ্টের কান মলতে;ভাবতে হয় যেথায়!!
পঙ্গু -অন্ধ-বয়ড়া থাকো,বোবা থাকো,
মুখ খুলবে কোথায়??

জুড়ীর সময়/ডেস্ক