কবিতাঃ "নতুন"



"নতুন"
খালেদ মাসুদ 

যদি হাতে থাকে শেষ কলম,
যদি শেষ হয় সব কালি।
লিখে শেষ হয় সব কাগজ,
তবে আবারও ক্ষানিকের জন্য পুরোনো পাতা খুলি।

যেখানে সব হবে শেষ,
সেখানে হোক আবার শুরু। 
যেখানে থাকে না দন্ধ,
থাকবে না কোনো সংখ্যাগুরু।

থাকবে শুধু ভালোবাসা ইনসাফ, 
করবেনা আর কলমের দন্ধ।
হবে নতুন ভোর সোনালি সূর্য,
কালো হবে সব বন্ধ। 

আসবে আবার নতুন সবার
দিন বদলে ডাক।
বন্ধ করে সব শস্ত্র, 
জীবন নেবে নতুন বাক।

কলমে আবার ডুকবে কালি,
আসবে নতুন কাগজ।
নতুন করে লিখবে সব,
পরিষ্কার হবে মগজ।

জুড়ীর সময়/ডেস্ক