কবিতাঃ কোভিড-১৯


কবিতাঃ কোভিড-১৯

কোভিড-১৯ 

-তোফাজ্জল হোসেন



বিশ্বমাতা, বিশ্বমাতা ঘুমিয়ে আর নাহি এই বেলা থাকো।
কতদিন আর নিদ্রায় কাটাবে, আজিকার লয়ে জাগো।

তোমার মানবসন্তান আজ ভাল নেই তার খোঁজ কি রাখো?
গজবে গুজবে দু্র্ভোগে ভোগছে তারা, তাদের পানে দেখো।

তোমার বুকে বৃক্ষরাজি আজি পড়েছে বাহারি গয়না।
ফুলে ফুলে ছুটছে ভ্রমর, ডালে ডালে পাখির আনাগোনা 

খোলা আকাশে মুক্ত মনে উড়ে বেড়াচ্ছে সাদামেঘের চাদর।
ওগো বিশ্বমাতা সব কিছু ঠিক আছে, ভাল নেই মানব বংশধর। 

১লা ডিসেম্বর ২০১৯ তিব্বতের হুপেই প্রদেশ উহান নগরী!
জন্ম হয় কোভিড-১৯ (করোনাভাইরাস) বৈশ্বিক মহামারী। 

তোমার সন্তান কোভিড-১৯ দংশিত হয়েছে প্রায় কোটির ঘরে।
শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে গেছে লাখে লাখে মরে।

বিট্রিশ, চাইনিজ, আরাবি, বাঙ্গালী, ভারতীয়সহ শত জাতি।
বিশ্বের ১৮৭টি দেশ হয়েছে কোভিড-১৯ আক্রান্ত এক সাথী। 

বিশ্বমাতা তোমার সন্তান ভাল নেই, ফিরে তাকাও এবার।
খোদার কাছে বলিও, মুক্তি দাও নয়তো শক্তি দিতে সহিবার। 

কত দিন নিঃশ্বাস ভরে মুক্ত বাতাস নেই নি মোর হৃদ পিঞ্জরে।
প্রতি ক্ষণে ক্ষণেগুনছি মৃত্যুর প্রহর, এক অন্ধকার বন্ধী ঘরে।

প্রভাতে সন্ধ্যায় চারিদিকে বাঁচা-মরার আতঙ্ক করছে বিরাজ।
দিবসে নিশীতে আজি মৃত্যুর ভয়ে কোণঠাসা সর্বসমাজ।

কত বেলা যাচ্ছে উনুনে উঠে নাই চাল ডাল তরকারির হাড়ি।
কত ঘরে ক্ষুধার জ্বালায় শিশু-বৃদ্ধের কান্নায় কাঁপছে ঘর বাড়ি।

মানবের জন্য ডাক্তার-নার্স,পুলিশ-সশস্ত্র বাহিনী, সেচ্ছাসেবক।
ত্যাগ করেছে কত মূল্যবান তাজা প্রাণ, রেখেছে মানবতার স্তবক। 

কিছু ইবলিশ লুট করেছে নিরীহ অসহায় মানুষের মুখের খাবার।
এদের অন্তরে ছিল কোনো দয়া মায়া, ওরা নিষ্ঠুর রাজাকার।

বিশ্বমাতা তোমার সন্তান ভাল নেই আর, বিধির কাছে বলে দিও।
মানবকে ক্ষমা করে দিও, এই মহামারী উঠিয়ে চিরতরে নিও।

বিশ্বমাতা খোদার কাছে প্রার্থনা কর, ধ্বংস হোক মহামারীর।
আগামী প্রভাত হোক শুভ, জীবন হোক সুখের ও শান্তির।


জুড়ীর সময়/ডেস্ক