কবিতাঃ "অন্ধ"


কবিতাঃ "অন্ধ"

"অন্ধ"

-আশিকুর রাহমান ইমাদ

চতুর্দিকে নিসাড় নিরবতা।
ডানা মেলেছে,
প্রকৃতির সজীবতা।
তবুও বন্ধ নেই বর্বরতা।
হে পৃথিবী,
কবে তুমি ফিরে পাবে
মানবতা???

তুমি কি শুনতে পাও না
শত ধর্ষিতা মা বোনের হাহাকার,
নাকি তুমি বধির?
নাকি তুমার বিবেক ঘুমন্ত,?
জাগিয়ে তুলো,
হতে দিও না অন্ত।

আমি লজ্জিত,
পৃথিবীর বাসিন্দা হয়ে।
আমি লজ্জিত,
সেই দেশের বাসিন্দা হয়ে,
যেখানে জেনেশুনে, 
রাখতে হয় মুখ বন্ধ।
অন্ধ না হয়েও অন্ধ।
সত্যি আজ আমরা অন্ধ।


জুড়ীর সময়/ডেস্ক