মৌলভীবাজারে পিপিই পেলো ১২৪ জন শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মী

মৌলভীবাজারে পিপিই পেলো ১২৪ জন শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মী


স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার পৌরসভায় কর্মরত ১২৪ জন কর্মচারীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।

২৫ জুন দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে UNDP ও Healthy Bangladesh এর অর্থায়নে পৌর মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে ড্রেন শ্রমিক, গাড়ি শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা,পিপিআরসি ও হেলদি বাংলাদেশের প্রধান নির্বাহী–সিসিএসের প্রধান উপদেষ্টা ব্র্যাকের চেয়ারম্যান,ড.হোসেন জিল্লুর রহমান।

UNDP ঢাকাস্থ প্রতিনিধি আশিকুর রহমান, সিসিএস-সিওয়াইবি “করোনায় স্বেচ্ছাসেবী” মৌলভীবাজার জেলা সমন্বয়ক মোঃ আশরাফুল ইসলাম।

এছাড়াও হলরুমে উপস্থিত ছিলেন প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, সিসিএস-সিওয়াইবি “করোনায় স্বেচ্ছাসেবী” মৌলভীবাজার সদর উপজেলা সমন্বয়ক আব্দুশ শুকুর ও ওয়ার্ড কাউন্সিলরগণ।

জুড়ীর সময়/ডেস্ক