কবিতাঃ "নিথর"

কবিতাঃ "নিথর"

"নিথর"

-খালেদ মাসুদ

উনুনে যেদিন শেষ রান্না হয়েছিলো,
সেদিন আকাশে মেঘ ছিলো না,
ছিলো না প্রখর রোদ।
বাতাসের গতি ছিলো স্বাভাবিক।
বাড়ীর বাহিরের রাস্তায়,
ছিলো না মানুষের ভিড়,
বন্ধ ছিলো টঙ্গের দোকান।
যেখানে বসে বিপ্লবীরা চা খেত।
সমাজ পরিবর্তনের চিন্তা করতো।
সেই দোকান এখন বন্ধ।
মহামারিতে দোকানী অতীত হয়েছে,
সঙ্গে কয়েকজন বিপ্লবী ও।
শেষ যেদিন রান্না হয়,
বাজারেও যাওয়া হয়নি,
গোরুস্থানে আর জায়গা নাই।
বাধ্য হয়ে গনকবরের ব্যবস্থা, 
যারা চিৎকার করতো,
তাদের আওয়াজ আজ বন্ধ,
আজ জালিমের দেখা নাই,
শোনা যায় না,মজলুমের চিৎকার।
পাপের বোঝা উহুদ সমান,
তাই তো এসেছে শাস্তি।
উনুনে আবার জ্বলবে আগুন,
রবের রহমত আসবে আবার।
"ইনশাল্লাহ "


জুড়ীর সময়/ডেস্ক