কবিতাঃ দুঃখিত করোনা


কবিতাঃ দুঃখিত করোনা

দুঃখিত করোনা

-এম মারুফ আহমেদ

থমকে গেলো পৃথিবী,,
হচ্ছে সব আনমনা,,
কতো আর তামাশা করবি,
বলো,দুঃখিত করোনা।

মৃত্যুর মিছিল হলো শুরু,,
ভয়ে বুক করছে ধুরু ধুরু,,
কবে হবে শেষ নেই জানা,
কষ্টে বলি,দুঃখিত করোনা,

চারিদিকে শুধু হাহাকার,,
এমন হবে ছিলোনা জানা,,
চিন্তা কি করেছো একবার,
মাতৃভূমি হলো জেলখানা,
তাই বলি,,দুঃখিত করোনা,

খালি হলো মায়ের কুল,
ভাঙ্গো বেখেয়ালের ভুল,,
হাত তুলে করো কান্না,,
প্রভু গজব তুলে নাওনা,,
ভয়ে বলছি,দুঃখিত করোনা,

হাত তুল আকাশের দিকে,
চাও দয়া মায়া ভিক্ষে,,
এবার ক্ষমা করে মরে,
আর পাপ করবো না,,
সত্যি বলছি,দুঃখিত করোনা


জুড়ীর সময়/ডেস্ক