"বৃক্ষরোপণ"
-আশিকুর রহমান ইমাদ
বৃক্ষরা আজ অসহায়।
ক্রমাগত কমছে ওদের পরিবার।
অভিযোগ করতে পারছে না ওরা,
ওদের নেই সেই অধিকার।
আজ বিশ্ব দিশেহারা।
কিভাবে গ্রহন করা যায় নিশ্বাস।
আজ কত বৃক্ষ তাদের স্বজন হারা।
তারা ফেলতে পারে না শ্বাস।
একটি গাছ কাটলে,
২ টি গাছ করব রোপণ।
নতুন প্রজন্মকে উপহার দিব,
সুন্দর একটি জীবন।
আসুন সমস্বরে মোরা করি পণ
করবো না আর বৃক্ষনিধন
বেশি করে করব মোরা-
বৃক্ষরোপণ।
জুড়ীর সময়/ডেস্ক