কবিতাঃ লতানো মায়ার বিদ্রোহ


কবিতাঃ লতানো মায়ার বিদ্রোহ

লতানো মায়ার বিদ্রোহ
আরাফাত জামান 

আমার অস্তিত্ব জুড়ে রাশি রাশি স্মৃতির স্তুপ,
সে  স্তুপে প্রতিটা স্মৃতি জুড়ে তোমার দেওয়া কষ্ট।
তোমার আঘাতে জর্জরিত আমি-
আহত আমি আপাদমস্তক। 

আঘাত হেনেছো বারবার- অকারনেই। 
তবু রক্তাক্ত আমি এগিয়ে এসেছি তোমারই পানে,
বাড়িয়েছি তবুও হাত,
বিরাট সে কষ্টের পাহাড় ডিঙ্গিয়ে।
একবার নয় বহুবার ;
যতবার তীর ছুঁড়েছো,  ততবার।
যতবার আঘাত হেনেছো ততবার।
নীরবে তোমার ভালোবাসার ভর করে
 দাঁড়িয়েছি, আর দাঁড়াবও;
তোমার ঘৃণার সম্মুখে হাসিমুখে,
তোমার রক্তমাখা চোখে ভালোবেসে। 
হয়ত এটাই প্রাপ্য ছিলো!  - এই ভেবে।
হয়ত এটাই হওয়ার কথা ছিলো! - এই ভেবে।
কিন্তু ক্ষতগুলো কি কখনও শুকাবে?
হয়ত তোমার অজান্তেই রক্ত ঝরবে ফোঁটা ফোঁটা করে,
ঝরে পড়বে কাঁচা রক্ত!

আচ্ছা!  কখনও কি ভেবে দেখেছো-কখনও  যদি ভালবাসার  বলে সে রক্তের ফোঁটায়
হঠাৎ প্রাণ ফুটে উঠে!  তখন?
সে অজস্র রক্তবীজ থেকে যদি কখনও মাথা তুলে লক্ষাধিক প্রতিবাদি স্বর্ণলতা! সেদিন?
তখন পারবে মুখোমুখি হতে? 
পারবে আটকাতে- লতানো মায়ার বিদ্রোহ?
যদি সে লতা জড়িয়ে ধরে তোমার আষ্টেপৃষ্ঠে,
পারবে কি ছেড়ে পালাতে?
নাকি আশ্রয় নিবে তোমার অন্ধকার গুহাশয়ে।
হয়ত তাই,  সেদিন তুমি সাহস পাবে না দাঁড়াতে,
চোখ দিয়েই দেখবে না এ লতানো মায়ার
কত যে শোভাময়ী খেলা! 
কত সুখেরা নিঃশব্দে মাথা দোলাচ্ছ - রাশি রাশি । 


জুড়ীর সময়/ডেস্ক