কবিতাঃ "শুকরিয়া"

কবিতাঃ "শুকরিয়া"

"শুকরিয়া"

-খালেদ মাসুদ


টিনগুলোতে কয়েকটা ছিদ্র,
গত ঝড়েরে সাথে ছিলো শিলা।
এখন অল্প বৃষ্টিতে টুপটাপ পানি ঘরে আসে,
বৃষ্টির সময় ঘুম হয় না কোনো বেলা।

টিনের সাথে দেয়ালও নড়বড়ে,
ভূমিকম্পে ভেঙ্গে যাবে।
অথবা ঝড় বাতাসে নিয়ে যেতে পারে,
জানি না মেরামত হবে কবে।

মেরামত হবে কি না,
তাও জানি না।
পকেট খালি,কর্মহীন কয়েক সপ্তাহ,
ঘরেও নাই চাল দু-আনা।

মালিক কি তবে এই রেখেছেন কপালে,
তবুও তো শুকরিয়া আদায় করি।
অনেকে তো তাও নাই,
নাই কানাকড়ি।

আমার বেলা অন্য চিন্তা,
সমাজ দেখে না দুৎখ।
শান্তনায় পেট ভরে না,
আজকে টাকাটাই মূখ্য।

পাশের বাড়ি অট্রালিকা,
যায় না ওখানে কান্না।
ঐ বাড়ীতে যায় না,
আমার বুকের বন্যা।

বৃষ্টি সবার জন্য না,
টিনের ছিদ্র বারবার দেয় নিষেধ।
পানি এসে পড়ে বিছানায়,
ভেঙ্গে যায় চোখের ভেদ।

মালিকের কাছে বলি,
চাই না থাকতে ভাঙ্গা ঘরে।
অভাবের এই সমাজে,
শুকরিয়ার সুযোগ দাও মোরে।


জুড়ীর সময়/ডেস্ক