কবিতাঃ "কিবা লাভ বেঁচে"

কবিতাঃ "কিবা লাভ বেঁচে"

"কিবা লাভ বেঁচে"

-রাজিবুর রহমান রাজিব

নশ্বর এই পৃথিবীতে কিবা লাভ এতো বেঁচে,
পাড়ি দেবো যতো আগে পরপারে,
পাপের বোঝা কমবে ততো ক্রমান্বয়ে।

মানুষের সংখ্যা কমছে এই ধরণীতে,
বাড়ছে অমানুষের সংখ্যা জঘন্য ভাবে,
বিবেকবানের চলা মুশকিল হচ্ছে ধীরে ধীরে।

মিথ্যে বলা যতো কঠিন ছিল সমাজে,
বলতো মানুষ সত্য কথা ততো সহজে,
প্রচলিত প্রথা হয়েছে উল্টো আজ বড্ড খারাপে।

যেদিকে চক্ষু মেলিয়া থাকাবে সমাজে,
পাবে ভরপুর মিথ্যা-অনাচার-পাপাচারে,
সৎপথে জীবিকা চালানোর নেইতো সুযোগ ভূবনে।

নশ্বর এই পৃথিবীতে কিবা লাভ এতো বেঁচে,
পাড়ি দেবো যতো আগে পরপারে,
পাপের বোঝা কমবে ততো ক্রমান্বয়ে।

জুড়ীর সময়/ডেস্ক