কবিতাঃ "সীমান্ত হত্যা"

কবিতাঃ "সীমান্ত হত্যা"

"সীমান্ত হত্যা"

-খালেদ মাসুদ

স্বাধীন হয়েও কি মরতে হবে সীমান্তে,
আর কতো দিন লাগবে এসব বন্ধ হতে।
দাদাবাবুর কতো ভেজাল কথা,
দেশীয় দালালদের নেই মাথা ব্যাথা।

ভাই হারা কতো বোন,
কাটাতারে লেগে আছে খুন।
নাই তার কোনো প্রতিবাদ,
তবে কি বলতে হবে দাদাবাবু জিন্দাবাদ।

ওদের সবগুলি বাংলাদেশীর জন্য,
তারা তো মানুষ না বন্য।
কোথায় আজ বিদেশনীতি,
ভাইয়ের রক্তের উপর কি থাকবে সম্প্রতি।

আর যদি ঝরে ভাইয়ের রক্ত,
তবে শোন হে ভারত ভক্ত।
আমরাও তলে নেবো অস্ত্র,
গায়েদেব সামরিক বস্ত্র।

যদি সীমান্ত হত্যা বন্ধ করতে না পারো,
তবে ঐ গদি ছাড়ো।
দালাল মুক্ত বাংলাদেশ চাই,
সীমান্ত হত্যা বন্ধের বিকল্প নাই।


জুড়ীর সময়/ডেস্ক