কবিতাঃ "মুক্তিযোদ্ধাদের কথা"

কবিতাঃ "মুক্তিযোদ্ধাদের কথা"

"মুক্তিযোদ্ধাদের কথা"

-হাসান আহমেদ

এই বাংলাদেশ ছিল না কভু,
এত উন্নত।
৭১ এ ৭ কোটি লোক,
দেখিয়েছিল বীরত্ব।
তাদের চেষ্টায় আমরা পেয়েছি,,
নতুন এ দেশ।
এখন মনে হয় তাদের স্মৃতি,
হয়ে গেছে শেষ।
এখনো কত মুক্তিযোদ্ধা,
হয়ে আছে অসুস্থ।
চিকিৎসার নামে হারিয়েছে তারা,
ভিটেমাটি সর্বস্ব।
নামধারী কত লোক খাচ্ছে লুটে,
মুক্তিযোদ্ধা ভাতা। 
অথচ যুদ্ধের সময় এরাই ছিলো,
মিলিটারির ছাতা।
ধিক্কার জানাই তোমায় মোরা,
হে বাংলাদেশ।
তোমায় যারা করেছিলো স্বাধীন,
তাদের করেছো শেষ।

জুড়ীর সময়/ডেস্ক