কবিতাঃ "বাংলার পরিবেশ বাঁচাও"


কবিতাঃ "বাংলার পরিবেশ বাঁচাও"

"বাংলার পরিবেশ বাঁচাও" 


-সায়েম হাসান 

গাছ লাগান পরিবেশ বাঁচান
মেনে চলো নীতি,
দেখবে তখন বাংলার চর্তুদিকে
ঘন তরুর বীথি।

গাছের ছায়ায় বসে পথিক
সজিব করে প্রান,
নিত্য ভোরে পাখ-পাখালি
গায় যে বাংলার মধুর গান।

গাছ কেটে করো না সাফ
বাংলার পরিবেশ বাঁচাও,
খালি জায়গায় লাগাও গাছ
বাংলার পরিবেশ বাঁচাও।

জুড়ীর সময়/ডেস্ক