জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু

জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু


স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফুলতলা  ইউনিয়নের কোনাগাঁও গ্রামের বাসিন্দা ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট ভাই (৫৫) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ রোববার (১৪ জুন )বিকাল ৬ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র নিশ্চিত করে বলেন,আমরা জানতে পেরেছি যে লোকটির মধ্যে সব ধরনের উপসর্গ বিদ্যমান ছিল। তবে উনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা এখনো জানা যায় নি কারণ এখনো নুমুনার ফলাফল পাওয়া যায় নি।

তিনি আরো বলেন, যেহেতু উনার মধ্যে উপসর্গ বিদ্যমান ছিল তাই প্রাশাসনিকভাবে তথা করোনা রোগীকে যেভাবে দাফন করা হয় সেভাবে দাফনকাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১০ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সদ্য ঢাকা ফেরৎ মাসুক মিয়া জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। রোববার বিকাল পর্যন্ত তিনি হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন।

জুড়ীর সময়/ডেস্ক