নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কৃষকদের সঙ্গে কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপকারভোগী কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) জুড়ী উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।
এ-সময় কৃষক সাইফুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকরা নিয়মিত কৃষি উপকরণ, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল উদ্ভাবনের ফলে বাংলাদেশের কৃষি আজ এক নতুন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশের কৃষি শুধু পেটে ভাত জোগানোর মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এবং যান্ত্রিকীকরণের যুগে প্রবেশ করেছে। একসময় কাঠের লাঙল ও গরু দিয়ে হালচাষ করা হতো, যা এখন অতীত এসব কেবল জাদুঘরেই দেখা যায়। তবে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে সেচ পানির ঘাটতি এবং বর্ষা মৌসুমে বন্যার সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আগে যেখানে সিলেট অঞ্চলে মূলত ধান ও পান চাষ সীমাবদ্ধ ছিল, সেখানে এখন কৃষকরা বিভিন্ন ধরনের লাভজনক ফসল চাষে যুক্ত হচ্ছেন। তিনি আরও বলেন, এ অঞ্চলের কৃষিকে টেকসই ও আধুনিক করতে কৃষি অফিস ও কৃষকদের মধ্যে একটি শক্ত সেতুবন্ধন গড়ে তুলতে হবে। তা না হলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এর আগে মহাপরিচালক জুড়ীতে উৎপাদিত একটি বড়ই বাগান পরিদর্শন করেন এবং বাগান ব্যবস্থাপনা ও উৎপাদন বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ জালাল উদ্দিন, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার, মোঃ রকিব উদ্দিন, প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, ডিএই, খামারবাড়ি, ঢাকা; মোঃ জহিরুল হক, অতিরিক্ত উপপরিচালক, মহাপরিচালকের দপ্তর, ডিএই, ঢাকা; ড. হুমায়ুন কবির, সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ), ফ্রিপ, ডিএই, খামারবাড়ি, ঢাকা; এবং মোঃ ফরহাদ মিয়া, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, মৌলভীবাজার, প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে মাহমুদুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা, জুড়ীসহ উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
