দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা, নয় খেটে খাওয়া মানুষ -জেলা প্রশাসক

দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা, নয় খেটে খাওয়া মানুষ -জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেছেন, বাংলাদেশে যে পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা হয়, এক বছরের সেই টাকায় ১৩টি পদ্মাসেতু তৈরি করা সম্ভব।

তিনি বলেন, সমাজে দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলতে হবে জুড়ী থেকেই। এজন্য সচেতন নাগরিক, সাংবাদিক এবং সৎ জনপ্রতিনিধিদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাই বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িত। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পড়া অনেকেই দুর্নীতি করে, অথচ খেটে খাওয়া জেলে, শ্রমিক, দিনমজুর এসব দুর্নীতির সাথে জড়িত নয়।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে তিনি শিক্ষক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা যদি সচেতনতা বাড়ান, তাহলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। তাছাড়া, মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে এবং দুর্নীতি প্রতিরোধে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি মাদকবিরোধী প্রচারণার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।

অভিভাবক সমাবেশের আগে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানগুলোতে সরকারি কর্মকর্তা, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।

জুড়ীরসময়/কেআ/সাইফ