জুড়ীরসময়ে সংবাদ প্রকাশ; টনক নড়ল কর্তৃপক্ষের

জুড়ীরসময়ে সংবাদ প্রকাশ; টনক নড়ল কর্তৃপক্ষের
ছবি: নোমান আহমেদ
 

বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীর নিউ মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা ম্যানহোলে ঢাকনার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম জুড়ীরসময়ে সংবাদ প্রকাশ করলে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিউ মার্কেটের সামনে ভাঙা অবস্থায় পড়ে থাকা ম্যানহোল ঢাকনা পরিবর্তন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) জুড়ীরসময় 'জুড়ী বাজারের মৃত্যু ফাঁদ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। 

উপ-সহকারী প্রকৌশলী নুরুন্নবী জুড়ীরসময়কে বলেন, নতুন ঢাকনা প্রস্তুত করে আজ সেটি স্থাপন করে সমস্যা সমাধান করা হয়েছে।

জুড়ীরসময়/এসএইচ/সাইফ