জুড়ী বাজারের মৃত্যু ফাঁদ

জুড়ী বাজারের মৃত্যু ফাঁদ


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের অত্যান্ত ব্যস্ততম সড়ক। এই সড়কের অত্যন্ত পরিচিত একটি মার্কেট হলো নিউমার্কেট। মার্কেটের সামনের জনবহুল রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের মাঝখানে ম্যানহোলে ঢাকনা নেই প্রায় ৪/৫ মাস ধরে। এ কারণে প্রায়ই পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ম‌্যানহোল মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

গত কয়েকদিন থেকে এই স্থানটি পর্যবেক্ষণ করছেন জুড়ীরসময়ের রিপোর্টার। রাতে গিয়ে দেখা যায়, সড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ম্যানহোলে ঢাকনা ভেঙ্গে গিয়ে নিচে পড়ে আছে। পথচারী কেউ সতর্কতামূলক একটি লাঠি দিয়ে রেখেছেন এই স্থানে। ঢাকনা নিচে পড়ে যাওয়ায় বড় গর্ত তৈরি হয়েছে। এর পাশেই হচ্ছে গোয়ালবাড়ী, নওয়াবাজার, বড় ধামাই ও পাতিলাসাঙ্গনের সিএনজি স্ট্যান্ড।

এই স্ট্যান্ডের চালক তারেকুল ইসলাম জানান, সড়কটির একদম মধ্যখানে গর্তটি হয়েছে। নতুন কোনো চালক আসলে এই জায়গায় আসলেই সমস্যা হয়। একদিন আমার সামনে দুজন গর্ত দেখে মোটরসাইকেল হার্ড ব্রেক করে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন।

স্থানীয় জনসাধারণ এবং গাড়ির চালকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৪-৫ মাস থেকে এমন অবস্থা এই জায়গার। তারা বলছেন এই গর্তের কারণে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। বিশেষ করে রাতের বেলায় অনেকেই গর্তটি বুঝতে না পেরে পড়ে যাচ্ছে। এটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

অটোরিকশা চালক আছকর মিয়া বলেন, দিনে তো কিছুটা দেখা যায়, কিন্তু রাতে নতুন চালকরা কিছুই বোঝে না। হঠাৎ গর্তের সামনে এসে পড়ে গেলেই দুর্ঘটনা হয়। অনেক সময় যাত্রীরাও আতঙ্কিত হয়ে যান।

জুড়ী বাজারের তরুণ ব্যবসায়ী খালেদ মাসুদ বলেন, নিউ মার্কেটের সামনে রাস্তায় গর্ত থাকায় অনেক সময় যানযট লেগেই থাকে। এতে দ্রুত খাবার পৌঁছে দিতে আমাদের বেগ পেতে হয়। দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি জানাচ্ছি।

সড়ক ও জনপথের কুলাউড়ার উপ-সহকারী প্রকৌশলী নুরুন্নবী জুড়ীরসময়কে বলেন, এই ঢাকনাটি ৩বার লাগানো হয়েছে। বার বার এটি পড়ে যায়। কি কারণে সেটি পড়ে আমরা খোঁজ নিচ্ছি। এটার একটা সমাধান করতে হবে।

তিনি বলেন, নতুন করে আবার এখানে ঢাকনা লাগানো হবে। ঢাকনা রেডি করা হয়েছে। আরও ৩দিন পর এটি লাগানো হবে। আশাকরি বিষয়টি সমাধান হয়ে যাবে।

জুড়ীরসময়/এসএইচ/সাইফ