স্ট্রিট সোলারের আলোয় আলোকিত হলো দ: বড়ডহর

স্ট্রিট সোলারের আলোয় আলোকিত হলো দ: বড়ডহর


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনালের দক্ষিণ বড়ডহরে গ্রামকে আলোকিত করার লক্ষ্যে 'আলোকিত গ্রাম প্রকল্প'র' উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী ফাউন্ডেশন দঃ বড়ডহরের উদ্যোগে আলোকিত গ্রাম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী ফাউন্ডেশন দ: বড়ডহর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মুহিত এর উপস্থাপনায় বক্তব্য রাখেন দ: বড়ডহর গ্রামের মুরব্বি মোজাহিদ আলী সাহেব। 

আরও বক্তব্য রাখেন- সাগরনাল ইউ পি র ৬ নং ওয়ার্ড মেম্বার আখলিস মিয়া, রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিব সাহেব, দ: বড়ডহর জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, প্রবাসী ফাউন্ডেশন দঃ বড়ডহরের প্রতিনিধি আবদুল মতিন মাকিম সাহেব, সাবেক মেম্বার তৈমুছ আলী সাহেব, ইদ্রিস আলী সাহেব। 

আলোকিত গ্রাম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সকল বক্তারা প্রবাসী ফাউন্ডেশন দ: বড়ডহরের অতীতের প্রচার বিমোখ সকল কার্যক্রমের প্রসংসা করেণ এবং আলোকিত গ্রাম প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেণ।

প্রবাসী ফাউন্ডেশন দ: বড়ডহর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মুহিত বলেন, সাগরনাল ইউনিয়নের দ: বড় ডহর গ্রামে নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে আপাতত ২৫ টি সোলার ল্যাম্প লাইট স্থাপন করা হবে। পরবর্তী আরও যদি লাইটের প্রয়োজন হয়, আমরা উদ্যোগ নিয়ে লাগাবো। 

প্রবাসী ফাউন্ডেশন দঃ বড়ডহর এর প্রধান উপদেষ্টা ইউকে প্রবাসী আব্দুস সামাদ রাজু বলেন, সকল প্রবাসীদের সহযোগিতায় প্রথম ধাপে ২৫ টি সোলার লাইট লাগানো হয়েছে। অসংখ্য ধন‍্যবাদ সকল প্রবাসীদের যাদের অনুদানে আজ থেকে দক্ষিন বড়ডহর গ্রাম আলোকিত হলো।

বর্তমান সভাপতি মর্তুজা আলী বলেন, প্রবাসীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রবাসী যারা আর্থিক ভাবে ও দেশের প্রবাস ফেরত এবং সংগঠনের দেশের দায়িত্বে যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ