নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মৎস্যজীবীদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগে কৃষকদল নেতা হেলাল মিয়াসহ দুই জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুই জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, জুড়ী উপজেলার হাকালুকি হাওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মিতভাবে অবৈধ বেড়জাল দিয়ে মাছ শিকার করা হয়। এ অবস্থায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযুক্ত বাছিরপুর এলাকার মোঃ হেলাল মিয়া ও খাঁন জামাল সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার নাম ব্যবহার করে হাওরে মাছ ধরার অভিযোগে ভয়ভীতি দেখিয়ে ১,৯৪,০০০/- (এক লক্ষ চুরানব্বই হাজার) টাকা চাঁদা আদায় করেন।
এজাহারে আরও বলা হয়, ১৫ জুন ২০২৫ হতে ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত সময়কালে বিভিন্ন সময়ে এই টাকা আদায় করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মৎস্য কর্মকর্তার নজরে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। সাক্ষ্যগ্রহণে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ১১ জন সাক্ষীর স্বাক্ষরযুক্ত লিখিত এজাহার জুড়ী থানায় দাখিল করা হয়।
মৎস কর্মকর্তার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার বাছিরপুর এলাকার মো. নানো মিয়ার ছেলে মো. হেলাল মিয়াকে। হেলাল জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য। তিনি বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে একাধিকবার কল দিলেও হেলাল মিয়া কল রিসিভ করেননি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন