ফ্রান্সে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা

ফ্রান্সে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা

ওয়াদুদ তানভীর, (প্যারিস) ফ্রান্স::

প্রবাসে সামাজিক সংহতি সুদৃঢ়করণ, আপন দেশ থেকে বহু দূরে জীবিকার সন্ধানে থাকা প্রবাসীরা প্রায়শই পারিবারিক বিচ্ছিন্নতার সম্মুখীন হন। এই প্রেক্ষাপটে, প্রবাসে একটি বৃহৎ পারিবারিক বন্ধন গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করেছে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সোমবার প্যারিসের উপকণ্ঠে অবস্থিত পার্ক দ্য লা কর্নভে (Parc de la Courneuve) সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী পারিবারিক মিলনমেলায় প্রায় দেড় শতাধিক জুড়ী উপজেলার বাসিন্দা ও ফরাসি প্রবাসী পরিবার অংশগ্রহণ করে।

২০২২ সালের ৯ অক্টোবর প্যারিসে প্রতিষ্ঠিত জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিজ উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। 

বন্যা, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা, রমজানে ইফতার ও সেহরি বিতরণ এবং শীতকালে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এই মিলনমেলার আয়োজন করা হয়।

মিলনমেলায় আনন্দময় পরিবেশ ও অংশগ্রহণ সকাল থেকে শুরু হওয়া এই প্রাণবন্ত অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পার্কে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে প্রবাসীরা পারস্পরিক কুশল বিনিময় এবং অন্তরঙ্গ আড্ডায় মেতে ওঠেন।

অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ তানভীর ও কামরুল ইসলাম। শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা সেলিম উদ্দিন।

মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ফুটবল, হাঁড়ি ভাঙা, বেলুন ফাটানো, বালিশ খেলা এবং শিশুদের জন্য বিশেষ ক্বেরাত প্রতিযোগিতা। খেলাধুলার পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যেখানে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমর উদ্দিন, মাওলা বশির উদ্দিন, মাসুক খান, আব্দুল গফুর, আব্দুল কাদির, সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আতাব উদ্দীন, সাইন উদ্দীন ও খায়রুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিুর রহমান, আছাদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধুরী সুমন, জাবেদ আহমেদ, তায়েফ চৌধুরী, সৌরভ সাব্বির, তারেকুল ইসলাম, রাজু আহমেদ, আজিম উদ্দিন, আবু বক্কার, আতিকুর রহমান ও জুবের আহমেদ।

দিনের শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সফল মিলনমেলা প্রমাণ করে যে, দেশ থেকে দূরে থাকলেও জুড়ী উপজেলার প্রবাসীরা তাদের শেকড়ের প্রতি দায়বদ্ধতা এবং একে অপরের প্রতি সংহতি বজায় রেখেছেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন