নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীদের সাথে ক্ষিপ্ত আচরণের অভিযোগ রেলওয়ে স্টেশন মাস্টার কামাল আহমদের বিরুদ্ধে। ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে যাত্রীরা ট্রেন আসার সম্ভাব্য সময় এবং স্টেশনের বাথরুমের চাবি চাইলে স্টেশন মাস্টার কামাল আহমদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি যাত্রীদের সাথে অশালীন আচরণ করেন এবং ক্ষোভে ট্রেনের সিগনাল বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেন।
যাত্রী হুমায়ুন আহমেদ বলেন, ক'জন লোক দেখলাম স্টেশনমাস্টার কে ট্রেন আসার সময় বলতে বললেন, এতেই তিনি ক্ষিপ্ত হয়ে কথা বলেন। যাত্রীদের সাথে স্টেশনমাস্টারের এমন আচরণ বেমানান।
ঘটনার সময় রেলপথ সংস্কার, নতুন ট্রেন সংযোজন এবং রেলের অনিয়ম দূরীকরণের দাবিতে আন্দোলনরত কয়েকজন নেতা সিলেট যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অবস্থান করছিলেন। তাদের উপস্থিতি দেখে স্টেশন মাস্টার আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীরা ঘটনার নিন্দা জানিয়ে স্টেশন মাস্টারের আচরণের তদন্ত দাবি করেছেন
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন