জুড়ী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জুড়ী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার জুড়ী বাজার সংলগ্ন গরিবের দোকানের পাশে জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা থানায় খবরে দেন। পরে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাকে জুড়ী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন