বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে জামায়াতে নামাজ আদায়ে উৎসাহ দিতে ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বনাথপুরের তিনটি গ্রামের ধারাবাহিকভাবে ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিদের হাতে নগদ অর্থ, বনজ বৃক্ষ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রধান পরিচালক সৈয়দ আল আমিন তালুকদার-এর সভাপতিত্বে ও পরিচালক মো. কামরুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লিয়াকত আলী খান বলেন, জামায়াতে নামাজ আদায় কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি একটি অত্যন্ত প্রশংসনীয় ও কল্যাণকর উদ্যোগ, যা সমাজে নামাজের পরিবেশ গড়ে তোলে এবং মানুষকে নামাজের প্রতি আগ্রহী করে তোলে।
তিনি আরও বলেন, নামাজই হলো দুনিয়া ও আখিরাতে সফলতা ও মুক্তির একমাত্র পথ। একজন মুসলমানের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব, সন্তানদের ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস গড়ে তোলা। নামাজ শেখানো শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, এটি একটি মূল্যবান উপহার, যা সন্তানকে সঠিক পথে পরিচালিত করে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নামাজের প্রতি আরও মনোযোগী হবে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সংগঠনের পরিচালক এম এ মকসুদ জুনেদ, মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, নুরুল ইসলাম নাহিদ, জসিম উদ্দিন, এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।
অনুষ্ঠান শেষে ধারাবাহিকভাবে জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ