নিজস্ব প্রতিবেদক::
রবিবার (১৩মার্চ) ইউএনও অফিসে সমঝোতা বৈঠকে ওরুসের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের লোক সমবেত হোন। তখন ওরুস বন্ধের দাবিতে মানববন্ধনের ডাক দেওয়া তাওহীদি জনতার পক্ষে ছিলেন নয়াবাজার ষোলপনি ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দিন, জুড়ী উপজেলা সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফখর উদ্দিন পাঠান, খেলাফত মজলিস জুড়ীর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
ফুলতলার যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল মুমিন ও জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুড়ীর সমন্বয়ক তারেক মিয়া ও আফজাল হোসেন।
এ-সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ কামরুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম ভূঁইয়া, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম শামসুল ইসলামসহ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল ও সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন, নয়াবাজার ষোলপনির ঈদগাহের ইমাম মাওলানা সায়েম উদ্দিন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন