নিজস্ব প্রতিবেদক::
অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময়ে রবিবার ২৩মার্চ ২০২৫ জুলাই স্মৃতিচারণ নিয়ে একটি লেখা প্রকাশিত হয়। যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমেদের "প্রবাস থেকে জুলাই বিপ্লব ও জুড়ী" শিরোনামে লেখায় টাইপিং ভুলের জন্য পাঠকদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসায় তাৎক্ষণিক সংশোধন করি।
টাইপিং জনিত ভুলের বিষয়ে জুড়ীরসময় কর্তৃপক্ষ সাথে সাথে সমাধান করার জন্য অনলাইনে একটি জরুরি মিটিং করে উপ সাহিত্য সম্পাদক খালেদ মাসুদকে দায়িত্ব দেয়। তিনি লেখকের সাথে পূণরায় যোগাযোগ করে ভুল তথ্যটি সংশোধন করেন। রায়হান আহমেদের লেখায় ১৬ জুলাইয়ের পরিবর্তে ৩১জুলাই লেখা হয়। যা আমাদের দৃষ্টিগোচর হবার সাথে সাথে তা সংশোধন করি।
যেহেতু এই ধরণের লেখায় লেখকের মনের ভাব প্রকাশ হয়। বিষয়গুলো লেখকের একান্তই। সেখানে জুড়ীর সময় কর্তৃপক্ষ কোনো ধরণের সংশোধন, পরিবর্তন কিংবা হস্তক্ষেপ করতে পারে না।
এ বিষয়ে জুড়ীর সময়ের উপ সাহিত্য সম্পাদক খালেদ মাসুদ বলেন, আগামীতে এই ধরণের তথ্যগত ভুলের ব্যাপারে আরও সচেতন হব। তবে লেখাটিতে জুড়ীরসময় কর্তৃপক্ষ কোন ধরণের ইতিহাস বিকৃতি করেনি। এই লেখাটি লেখকের একান্ত ব্যক্তিগত। যার দায়ভার সম্পূর্ণ লেখকের।
জুড়ীরসময়/বিজ্ঞপ্তি/ডেস্ক